দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামাজিক উন্নয়নে জাপানের অবদান নিয়ে ওয়েবিনারের আয়োজন করেছে প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউট (পারি)। আজ বৃহস্পতিবার ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন খাতে তরুণ প্রজন্মের সম্পৃক্ততার জন্য বিভিন্ন উদ্যোগ ও বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সেমিনারে বক্তারা সামাজিক উন্নয়নের জন্য সরকারি ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেমিনারে মূল বক্তা ছিলেন জাপানের কেইসেন ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক মাসাকি ওহাশি।
যুক্তরাষ্ট্রে নেপালের সাবেক রাষ্ট্রদূত ড. অর্জুন কুমার কারকি, সভাপতি-গ্রামীণ পুনর্গঠন নেপাল এবং এলডিসি ওয়াচের গ্লোবাল কোঅর্ডিনেটর এবং বুদ্ধ ইনস্টিটিউট, ভারতের থিম লিডার হিতেন্দ্র সিংও বক্তব্য দেন।
পারি সভাপতি ইউজি আন্দো সেমিনারে সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন নির্বাহী পরিচালক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
ওয়েবিনারে আসিয়ান অঞ্চলসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশের শিক্ষার্থী, অনুষদ এবং জাপান বিশেষজ্ঞরা যোগ দেন।